Wellcome to National Portal
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ এপ্রিল ২০১৯

২.৩) অভ্যন্তরীণ সেবা

 

২.৩) অভ্যন্তরীণ সেবা

ক্র. নং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

১। কর্মকর্তা/কর্মচারীদের টাইম স্কেল,  সিলেকশন গ্রেড, স্পেশাল ইনক্রিমেন্ট ও বেতন সমতাকরণ।

১। আবেদন পাওয়ার পর সরকার নির্ধারিত কমিটির সভায় উপস্থাপন করা হয়;

২। কমিটির সুপারিশের ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মঞ্জুরি অদেশ জারি।

১। সাদা কাগজে আবেদন;

২। সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা  ও অভিজ্ঞতা;

৩। সন্তোষজনক চাকুরী রেকর্ড;

৪। বর্তমান পদে কর্মকালের সকল বার্ষিক গোপনীয় অনুবেদন;

৫। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী অন্যান্য কাগজপত্র।
বিনামূল্যে ৪৫ (পঁয়তাল্লিশ) দিন

মোঃ মাহবুবুর রহমান

উপসচিব

প্রশাসন-১ অধিশাখা

ফোন:+৮৮০-২-৯৫৪৫৮৩৫

ই-মেইলঃ dsadmin1@mocat.gov.bd

 

 

 

 

২। কর্মকর্তা/কর্মচারীদের অর্জিত ছুটি। আবেদন পাওয়ার পর নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) নিষ্পত্তি করে সরকারি আদেশ জারি।

ক) সাদা কাগজে আবেদন;

খ) ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র;

প্রাপ্তিস্থানঃ হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়।
বিনামূল্যে ০৭ (সাত) দিন
৩। কর্মকর্তা/কর্মচারীদের অর্জিত ছুটি (বহিঃ বাংলাদেশ)।

১। আবেদন পাওয়ার পর

নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী নিস্পত্তি করে সরকারি আদেশ জারি করা হয়;

২। সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমণের অনুমতি ও আনুষাঙ্গিক নির্দেশনা অনুসরণীয়।

ক) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্ধারিত ফরমে আবেদন ফরম;

খ) ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র;

প্রাপ্তিস্থানঃ www.mopa.gov.bd
বিনামূল্যে ০৭ (সাত) দিন
৪। কর্মকর্তা/কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল হতে অর্থ উত্তোলনের অনুমতি। আবেদন পাওয়ার পর সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা ১৯৭৯ অনুযায়ী উপর্যুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) সরকারি আদেশ জারি।

১। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন;

২। প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত জিপি ফান্ডে স্থিতির প্রত্যয়নপত্র;

প্রাপ্তিস্থানঃ www.mopa.gov.bd; হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়।
বিনামূল্যে ০৭ (সাত) দিন
৫। কর্মকর্তা/কর্মচারীদের  পেনশন ও গ্রাচ্যুইটি মঞ্জুর। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর সার্ভিস রেকর্ড যাচাই পূর্বক অনুমোদন গ্রহণ ও আদেশ জারি।

১। অর্থ বিভাগের নির্ধারিত  আবেদন ফরম ০৩ (তিন) কপি;

২। প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক ইস্যূকৃত প্রত্যাশিত শেষ বেতন সনদ

(ইএলপিসি);

৩। নমুনা স্বাক্ষর ও হাতের ০৫ (পাঁচ) আঙ্গুলের ছাপ;

৪। প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র;

৫। টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, গাড়ী ভাড়া, বাড়ী ভাড়া এবং গ্যাস বিল ইত্যাদি (প্রযোজ্য ক্ষেত্রে) এর না-দাবী প্রত্যয়নপত্র।
বিনামূল্যে ১৫ (পনের) দিন
৬। কর্মকর্তা/কর্মচারীদের গাড়ী, মটর সাইকেল ও বাই সাইকেল ক্রয়ের অগ্রীম মঞ্জুর।

প্রচলিত বিধি-বিধিন অনুসরণ পূর্বক মোটরযান ক্রয় অগ্রিম মঞ্জুরি আদেশ জারি।

১। সাদা কাগজে আবেদনপত্র;

২। অঙ্গীকারনামা;

৩। এফ আর ফর্ম নং-৩২;

৪। ৩০০/- টাকার নন-জুডিসিয়াল ষ্টাম্পে বায়নাপত্র।
বিনামূল্যে ০৫ (পাঁচ) দিন
৭। কর্মকর্তা/কর্মচারীদের গৃহ নির্মাণ অগ্রীম প্রদান। প্রচলিত বিধি-বিধান অনুসরণ পূর্বক গৃহনির্মাণ ঋণ মঞ্জুরি আদেশ জারি।

১। সাদা কাগজে আবেদনপত্র;

২। নির্ধারিত আবেদন ফরম;

৩। গৃহ নির্মাণ অগ্রীমের জন্য মুচলেকা;

৪। চুক্তি সম্পাদন সংক্রান্ত জি, এফ, আর-২৮ ফরম;

৫। ৩০০/- টাকার নন-জুডিসিয়াল ষ্টাম্পে বায়নাপত্র;

৬। হলফনামা;

৭। দায়মুক্ত সনদপত্র;

৮। তফসিল পরিচয়;

৯। ভুমি ব্যবহার সংক্রান্ত তথ্যপত্র;

১০। প্রয়োজনীয় ফরমসমূহ www.mopa.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিনামূল্যে ০৭ (সাত) দিন