Wellcome to National Portal
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০১৮

২.১.২) হোটেল ও রেস্তোরাঁ সম্পর্কিত নাগরিক সেবা

 

 

ক্র. নং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল)

(১) (২) (৩) (৪) (৫) (৬) (৭)
১। হোটেলের অনাপত্তি (NOC) প্রদান (৩-৫ তারকামানের)

১। আবেদনসহ দাখিলকৃত কাগজপত্রাদি প্রাপ্তির পর সরেজমিনে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে অনাপত্তি প্রদানের উপযুক্ত মর্মে বিবেচিত হলে নির্ধারিত কোডে ফি জমা দেয়ার  জন্য দাবীপত্র ইস্যু;

২। ফি জমার প্রমাণপত্র প্রাপ্তি সাপেক্ষে NOC ইস্যু।

১। সাদা কাগজে/প্রতিষ্ঠানের লেটার হেডে আবেদন;

২। আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিলঃ

(ক) ভবনের নক্সা;

(খ) জমির মালিকানার প্রমাণক/চুক্তিপত্র;

(গ) টিআইএন সনদ;

(ঘ) ট্রেজারি চালানের মূলকপি।

নিবন্ধন ফিঃ

তিন তারকা-১৫০০/-

চার তারকা- ২০০০/-

পাঁচ তারকা- ২৫০০/-

 

নিবন্ধন ফি জমাদানের কোডঃ ১৫৩০১-০০০১-১৮১৭
১৫ দিন

মোঃ জাহিদ হোসেন

উপসচিব

হোটেল ও রেস্তোরাঁ সেল

ফোন: +৮৮০-২-৯৫৪০৯৮২

ইমেইল:

hotelcell@mocat.gov.bd
২।

হোটেলের তারকামান বরাদ্দ

(৩-৫ তারকামানের)

১। নির্ধারিত ফরম A, B ও C পূরণ করে আবেদন করতে হবে;

২। হোটেলটি বাণিজ্যিকভাবে চালু হওয়া সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্ত করা হবে;

৩। যাচাইয়ান্তে সঠিক প্রতীয়মান হলে লাইসেন্স ফি জমা দানের জন্য দাবীপত্র ইস্যু;

৪। লাইসেন্স ফি সরকারী কোষাগারে (নির্ধারিত কোডে) জমা প্রদানের প্রত্যয়ন পত্র যাচাইয়ান্তে তারকা মান বরাদ্দ।

১। যথাযথভাবে পূরণকৃত নির্ধারিত  (A, B ও C) ফরমে আবেদন;

২। আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিলঃ

(ক) মেমোরান্ডাম অফ এসোসিয়েশন (প্রযোজ্য ক্ষেত্রে); 

(খ) হালনাগাদ ট্রেড লাইসেন্স;

(গ) টিআইএন সনদ ও মূল্য সংযোজন কর নিবন্ধন সনদ;

(ঘ) সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত কর্মচারীদের ডাক্তারী সনদ;

(ঙ) ইনকরপোরেট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে);

(চ) হোটেলের জমির মালিকানার চুক্তিপত্র;

(ছ)  লাইসেন্স ফি জামার ট্রেজারি চালানের মূলকপি; 

(জ)  ভবনের নক্সা;

(ঝ) পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ছাড়পত্র;

(ঞ) এ মন্ত্রণালয়ের অনাপত্তি (NOC) ছাড়পত্র;

(ট)  ফায়ার সার্ভিসের সনদ; 

(ঠ) সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার ও সেবিকা নিয়োগের কপি ও নিজস্ব এম্বুলেন্স থাকার কপি;

(ড)  রাজউক/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে প্রাপ্ত ব্যবহার সনদপত্র (অকুপেন্সি সার্টিফিকেট);

(ঢ)  ‘‘বাণিজ্যিক পাঁচ তারকা হোটেল ’’ হিসেবে পরিবেশ অধিদপ্তর হতে ই আই এ অনুমোদন;

(ণ) ফায়ার লাইসেন্স ও লিস্ট অব ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস;

(ত) তিন স্তর বিশিষ্ট অতিথি নিরাপত্তা সংক্রান্ত প্রত্যয়ন;

(থ)  রেস্টুরেন্ট ও রন্ধনশালাসমূহের জন্য Hygienic Certificate;

(দ)  ইলেকট্রিক লোড এবং বৈদ্যুতিক নিরাপত্তা  সনদ;

(ধ)  নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত  তথ্যাদি।

লাইসেন্স ফিঃ

তিন তারকা-৭৫০০০/-

চার তারকা- ১,০০,০০০/-

পাঁচ তারকা- ১,২৫০০০/-

 

লাইসেন্স ফি জমাদানের কোডঃ

১-৫৩০১-০০০১-১৮১৮

 

ভ্যাটঃ

লাইসেন্স ফি-এর ১৫%

 

ভ্যাট জমাদানের কোডঃ

১-১১৩৩-০০১০-০৩১১

২০ দিন

৭।

হোটেলের লাইসেন্স নবায়ন

(৩-৫ তারকামানের)

১। সাদা কাগজে আবেদনসহ দাখিলকৃত কাগজপত্রাদি প্রাপ্তির পর যাচাইয়ান্তে সঠিক প্রতীয়মান হলে দাবীপত্র ইস্যু;

২। নবায়ন ফি জমার প্রমাণপত্র প্রাপ্তি সাপেক্ষে তা যাচাইয়ান্তে নবায়ন সনদ ইস্যু।

১। সাদা কাগজে আবেদন;

২। ট্রেড লাইসেন্স;

৩। অডিট রিপোর্ট;

৪। আয়কর প্রত্যয়নপত্র; এবং

৫। ট্রেজারি চালানের মুলকপি।

নবায়ন ফিঃ

তিন তারকা-২০,০০০/-

চারা তারকা- ২৫,০০০/-

পাঁচ তারকা- ৩০,০০০/-

 

নবায়ন ফি জমাদানের কোডঃ

১-৫৩০১-০০০১-১৮১৮

 

ভ্যাটঃ

নবায়ন ফি-এর ১৫%

 

ভ্যাট জমাদানের কোডঃ

১-১১৩৩-০০১০-০৩১১
১০ দিন