Wellcome to National Portal
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২১

ড্যাশ ৮-৪০০ “ধ্রুবতারা” বাংলাদেশে পৌঁছেছে


প্রকাশন তারিখ : 2020-11-24

 

ড্যাশ ৮-৪০০ “ধ্রুবতারা” সর্ম্পকিত তথ্য

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে ২০১৮ সালের ১ আগস্ট জি-টু-জি ভিত্তিতে ৩টি ড্যাশ ৮-৪০০ ক্রয়ের চুক্তি করা হয়।

কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডিহ্যাভিল্যান্ড নির্মিত ৩টি ড্যাশ ৮-৪০০ এর মধ্যে ০১টি ড্যাশ ৮-৪০০ “ধ্রুবতারা” গত ২৪ নভেম্বর ২০২০ বাংলাদেশে পৌঁছেছে। আরও ০২টি ড্যাশ ৮-৪০০ “আকাশতরী” ও “শ্বেতবলাকা” আগামী ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

বিমানের অভ্যন্তরীণ ওআঞ্চলিক বাজারকে সম্প্রসারণ করার লক্ষ্যে প্রয়োজন ছিল স্বল্পপাল্লার আধুনিক উড়োজাহাজের। অভ্যন্তরীণ ও স্বল্পপাল্লার আঞ্চলিক গন্তব্যের জন্য  এ বিমানসমূহ ব্যবহৃত হবে। তদুপরি বিমানের মূল লক্ষ্য ঢাকা-কে এভিয়েন হাব তৈরি করে  ড্যাশ৮-৪০০ এর মাধ্যমে যাত্রীগণকে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু গন্তব্যে নিরাপদে পৌঁছে দেয়া।

 

বিমানের ড্যাশ ৮-৪০০ “ধ্রুবতারা” উড়োজাহাজটি:

  • চুয়াত্তর আসন বিশিষ্ট
  • পরিবেশবান্ধব
  • HEPA (High-Efficiency Particulate Air) ফিল্টার প্রযুক্তি সম্বলিত
  • মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংসের মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে করে সম্পূর্ণ বিশুদ্ধ

এছাড়াও উড়োজাহাজটিতে রয়েছে:

  • পর্যাপ্ত লেগস্পেস
  • এলইডি লাইটিং
  • প্রশস্ত জানালা